আনোয়ারায় মাসুম হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,পুলিশের লাঠিচার্জ

চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুম (১৯) এর মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে স্বজনদের করা মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ।সোমবার (০৪ অক্টোবর) উপজেলার সামনে বেলা ১১টা থেকে শুরু হয় মানববন্ধন, পরবর্তীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মানববন্ধনকারীরা। এসময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাঠিচার্জ করে বিক্ষোভকারাীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।এসময় নিহিত মাসুমের মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে উপজেলা চত্বর। তিনি বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।

নিহতের বড় ভাই মামুন বলেন, আমরা মামলা করতে গেছি কিন্তু পুলিশ মামলা নিচ্ছিনা। এটাকে বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে।এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,আমরা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আপাতত অপমৃত্যুর এজহার নেওয়া হয়েছে। পরবর্তীতে পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *