চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়। ৬ অক্টোবর সকালে উপজেলা সম্মেলন কক্ষে রাউজান উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতি-২ এর জিএম আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, দ.রাউজান পূজা উদযাপন পরিষদের
সভাপতি প্রকাশ শীল।
সভায় বক্তব্য রাখেন আনসার কমাণ্ডার মোশারফ,দিলীপ দে, শিমুল বিশ্বাস, রুবেল বৈদ্য,মিঠু শীলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির নেতৃবৃন্দ।সভায় জানানো হয়, এবার উপজেলায় ২৩৬ টি মণ্ডপে পূজা উদযাপন হবে।
Leave a Reply