রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেন রাউজান উপজেলা যু্বলীগ বনাম রাউজান পৌরসভা যুবলীগ একাদশ।
দুই দলের লড়াইয়ে কোনো পক্ষ গোল করতে না পারায় উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ। খেলা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব।
উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাজু মোঃ নাসের, জাহাঈীর আলম, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, তপন দে, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ।
উল্লেখ্য রাজনীতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ফুটবল খেলাটি দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগম হয়।
Leave a Reply