মহানবীর (দ.) শুভাগমনে খুশি উৎসব করা ইসলামী নির্দেশনারই বাস্তবায়ন মাত্র

মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমনের মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নগরীতে জশনে জুলুশ ও সমাবেশ করেছে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা শাখা। আজ ৮ অক্টোবর শুক্রবার বাদে জুমা দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে জুলুশ শুরু হয়ে আলমাস, কাজির দেউড়ি, আসকার দীঘির পাড়, জামাল খান মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহানগর সভাপতি খলিফা আল্হাজ্ব মুহাম্মদ বোরহান উদ্দিন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্জুমানের সাবেক সভাপতি খলিফা আলহাজ্ব মুহাম্মদ ইকবাল রিসালপুরী, বিশেষ অতিথি ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা এডভোকেট কাজী মহসীন চৌধুরী মাইজভাণ্ডারী, আন্জুমান চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খলিফা কাজী শহীদুল্লাহ। উদ্বোধক ছিলেন মইনীয়া যুব ফোরামের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী তৌহিদুল কাদের চৌধুরী মাইজভাণ্ডারী। বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) নতুন কোনো আচার উৎসব নয়। যুগ যুগ ধরে দেশে দেশে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়ে আসছে। রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজীর (দ.) দুনিয়ায় শুভাগমনে আনন্দ খুশি উৎসব করার মধ্যে অশেষ ফায়দা, কল্যাণ ও পুণ্য নিহিত। ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ইসলামী নির্দেশনারই বাস্তবায়ন মাত্র। এতে আল্লাহর মেহেরবানি ও প্রিয়নবীর (দ.) সন্তুষ্টি মেলে। সমাবেশে প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল রিসালপুরী বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন মানে মহানবীর (দ.) শুভাগমনের শোকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা। যা ইসলামসম্মত সেরা উত্তম আমল। সভাপতির বক্তব্যে খলিফা বোরহান উদ্দিন বলেন, যারা ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুস পালনে বিরোধিতা করে তারা কৃতজ্ঞ উম্মত নয়। ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য ও প্রিয়নবীর (দ.) শাফায়াতের ভাগিদার হতে পারি। সমাবেশে বক্তব্য রাখেন বশির ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন খলিফা সামশুল আলম সান্জরি মাইজভাণ্ডারী, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরাম চট্টগ্রাম জেলা আহ্বায়ক মাওলানা ইসমাইল সিরাজী, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার সুপার মাওলানা মো: নঈম উদ্দিন, খাদেম মো: ফারুক মাইজভাণ্ডারী, আন্জুমান চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক খলিফা জসিম উদ্দিন ভুঁইয়া, অর্থ সম্পাদক খলিফা আজিম উদ্দিন, পতেঙ্গা থানা সভাপতি মো: রাজা মিয়া, ৩৬ নং ওয়ার্ড সভাপতি সাবেক ভিপি মো: আমিন, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মোজাহেরুল আলম, মইনীয়া যুব ফোরাম মহানগর সভাপতি নোমান উদ্দিন রাজিব, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাজিব, উপদেষ্টা শাহ্জাদা মিজানুর রহমান, দক্ষিণ জেলা সভাপতি সৈয়দ মামুন রেজা, সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ, রহমানিয়া মইনীয়া মাদ্রাসার সাবেক ছাত্র সংসদের সভাপতি হাফেজ মো: নূরুল আমিন, সাধারণ সম্পাদক হাফেজ মো: জহিরুল ইসলাম প্রমুখ। র্যালি ও সমাবেশে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের হাজারো নেতাকর্মীসহ সর্বস্তরের দ্বীনদার জনতা অংশগ্রহণ করেন। পরে বিশ্বশান্তি ও বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *