রাউজানের উরকিরচর জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে ৪৫তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) গত ৭,৮ ও ৯ নভেম্বর উরকিরচর উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র জশ্নে জুলুছ, খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, নাতে রাসূল (সঃ), বিনা মূল্যে ব্লার্ড গ্রুপ নির্ণয়, প্রবাসী সংবর্ধনা, শিশু কিশোর সমাবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্বেরাত, নাতে রাসূল (সঃ), ইসলামী জ্ঞান কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) শীর্ষক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।

৭ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা ডঃ মোহাম্মদ লিয়াকত আলী, তকরীব করবেন মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা এহসানুল হক জেহাদী।

৮ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন রাণীরহাট আলামীন হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী নজরুল ইসলাম, তকরীর করবেন মাওলানা সেকান্দর হোসেন, মুফতি মাস্উদ রিজভী।

৯ নভেম্বর ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার সোহেল, তকরির করেন, আল্লামা ড. এ এস এম বোরহান উদ্দীন, ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, তকরির করেন, মুফতি মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভী, আল্লামা মুফ্তি মনিরুজ্জামান, আল্লামা মুফ্তি মাছুম বিল্লাহ্, মাওলানা মুহাম্মদ হাসান রেজা।

সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন সাইফ এর সংঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ছগির আহমদ, নুরুল আমিন, সাবেক সভাপতি নুরুল আবছার মিয়া, মোঃ আইয়ুব, ইকবাল হোসেন, সরওয়ারুল আলম, সাবেক সভাপতি মোঃ নুর নবী, ইউছুপ আলী, মহিউদ্দীন ইমন, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী, হাজী জহুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, আবু বক্কর সিদ্দিকী, মোঃ আলী, মনছুর আলম, ওসমান গণি, আরিফুল ইসলাম, নেজাম উদ্দীন চৌধুরী করিম, সাজ্জাদ হোসেন, লোকমান আনছারি, জাবেদ হোসেন, ফরহাদ উদ্দীন বাবলু, তারেক আজিজ, মোঃ শাহেদ, আবু কাউছার, মোঃ ফিরোজ, আবদুর রহিম, নাজমুল রায়হান, ইয়াকুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলিমের পরিত্রাণের পথ ও পাথেয় মহান আল্লাহর একমাত্র নিয়ামত মহানবী (দঃ)’র জীবন আদর্শ। মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির অনুসরণে মহানবী (দঃ)’র আদর্শ মানবকুলের সর্বময় জীবন শান্তি-সুখ ও কল্যাণের ধারা প্রবাহমান হবে।

ঐতিহ্যবাহী জনতা সংঘ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হলেও সুন্নিয়ত ও বেলায়তের ভিত্তিতে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনে ঐক্যবদ্ধ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *