দিনের পর দিন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেই চলছে। এতে ট্রেনের গ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায়ই গুরুতর আহত হচ্ছেন সাধারণ যাত্রীরা। রেল সূত্র বলছে, সম্প্রতি সময়ে ট্রেনে পাথর মারা খুব বেড়ে গেছে।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জনসাধারণকে সচেতন করতে জনসচেতনতামূলক প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে শনিবার বিকালে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের রেললাইন এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছাদে ভ্রমণ, মাদকদ্রব্য, চোরাচালান রোধ, সিগনালের তার কাটা থেকে বিরত থাকা এবং লেবেল ক্রসিং পারাপারে সতর্কভাবে চলাফেরায় জনসাধারণকে অনুরোধ জানানোর পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের সার্কেল এএসপি মো. ইব্রাহিম, চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এছাড়াও বক্তব্য রাখেন এলাকার স্থানীয় ইউপি সদস্য, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, স্কুলের শিক্ষকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply