মালাইকা গায়ের রং নিয়ে বৈষম্যের শিকার হয়েছিলেন

তাঁর সৌন্দর্য, শরীরে বিভঙ্গ আজও ঝড় তোলে বহু পুরুষের হৃদয়ে। তবে ক্যারিয়ারে শুরুতে বর্ণ বিদ্বেষের মুখোমুখি হয়েছিলেন খোদ মালাইকা অরোরাকেও। সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা’য় মুখ খুলেছেন মালাইকা অরোরা।

মালাইকার কথায়, ”আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন গায়ের রং নিয়ে বড়বেশি নাক উঁচু ব্যাপার ছিল। আর আমি শ্যামবর্ণদের তালিকাতেই পড়তাম। যাঁদের গায়ের রং ফর্সা তাঁরাই আগে গ্রহণযোগ্য হতেন। আর আমাকে তাঁদের থেকে আলাদা করেই রাখা হত।” মালাইকার কথায়, শুধু তিনিই নন, সেসময় দাঁড়িয়ে বহু অভিনেত্রীকে গায়ের রিং নিয়ে পক্ষপাত দুষ্টদের কাছে সমস্যা পড়তে হয়েছে।

তবে শুধু গায়ের রং নিয়ে বৈষম্যের বিষয়েই নয়, আরও অনেক বিষয়েই ‘নো ফিল্টার নেহা’য় মুখ খোলেন মালাইকা। কথা বলেন, প্রেমিক অর্জুন কাপুরকে নিয়ে। তাঁর কথায় অর্জুন একেবারেই ‘পারফেক্ট’। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হওয়া প্রসঙ্গে মালাইকা বলেন, ”ব্যক্তিগতভাবে এসব কোনও কিছুই আমি তোয়াক্কা করি না। তবে খারাপ লাগে মানুষ কীভাবে এসব বিষয়ে কথা বলে বা এধরনের আচরণ করে! এসব করে আসলে লোকজন নিজের ক্ষতি নিজেরাই করেন। নিজেদেরকে নিচে নামিয়ে ফেলেন। সেকারণেই তাঁদের জন্য খারাপ লাগে।”

প্রসঙ্গত বলিউডে মালাইকা ক্যারিয়ার শুরু করেন একজন ভিডিও জকি হিসাবে। বেশকিছু মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। তবে শাহরুখ-মনীষার ‘দিল সে’ ছবিতে ছাঁইয়া ছাঁইয়া গানে নাচই বদলে দিয়েছিল মালাইকা অরোরার ক্যারিয়ার। পরবর্তীকালে অবশ্য ‘গুড় নাল ইশক মিঠা’, ‘মুন্নি বদনাম হুয়ি’সহ বহু আইটেম নম্বরে দেখা গিয়েছে মালাইকাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *