সীতাকুণ্ডে নিজ ভূমি থেকে বৃদ্ধ মহিলাকে উচ্ছেদ করার অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিযনের ১নং ওয়ার্ড জাহানাবাদ এলাকার বাসিন্দা বৃদ্ধা এক নিরীহ মহিলাকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, মৃত নুরুল আলমের স্ত্রী ভুক্তভোগি বৃদ্ধা খতিজা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রসাশক আওতাধীন এল এ শাখার মামলা নং ০৭/২০১৭-১৮ইং মুলে গ্যাস পাইপ লাইন আমার ভিটার উপর দিয়ে পড়লেও আমাকে তারা কোনো নোটিশ দেয়নি।

কিন্তু সিটিজি এল গ্যাস কোম্পানীর কর্মকর্তা কার্তিক, হাসেম, সফিক এবং এনজিও ডর্প সীতাকুণ্ড শাখার রুবেল ও ফরহাদের নেতৃত্বে ১০/১২ জন লোক এসে জোর পূর্বক আমার দীর্ঘ দিনের লাগানো গাছপালা কেটে ফেলাসহ বসত ঘরের পেছনের সেমিপাকা গোসলখানা ও রান্না ঘর ভেঙে ফেলে।

এখন আমার মুল বসত ঘরও ভাঙার পায়তারা করছে এবং আমার ছেলেদেরকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়। তারা এল এ শাখার সার্ভেয়ার সেলিম, মঞ্জু ও ইব্রাহীম এর যোগসাজসে মোটা অংকের বিনিময়ে আমার বসত ঘর ও গাছপালার ক্ষতি পুরোনের কোনো নোটিশ না দিয়ে আমার উত্তর পাশ্বের ঘরের মালিক মানিক চৌধুরী ও পূর্ব পাশের্ব নাছির চৌধুরীকে ৬ লাখ ৯০ হাজার ২৯৩ টাকা করে নোটিশ প্রদান করে।

সুতারাং আমি ক্ষতিগ্রস্ত বৃদ্ধা মহিলা হিসেবে ন্যায্য পাওনা পাওয়ার জন্য প্রধান মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি বৃদ্ধার ছেলে কামাল হোসেন বাবলু,শওকত হোসেন, পুত্রবধু ফারজানা আক্তার, স্থানীয় মোঃ সালাউদ্দিন, জানে আলম, মামুন চৌধুরী, তাহের ও জয়নাল আবেদীন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *