স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, রাউজানে এক ব্যক্তির কারাদণ্ড

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফজল আহমদ (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে তাকে দণ্ড দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। দণ্ডপ্রাপ্ত ফজল আহমদ উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের মাইজপাড়া এলাকার মৃত সৈয়্যদ আহমেদের পুত্র। সে একই উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এনায়েত ফকির বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতো।

১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দিদারুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১২ নভেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটার ফজল আহমেদের শ্বশুরবাড়ির লোকজন বেড়াতে যাওয়ার সুযোগে স্থানীয় ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ডেকে কক্ষের দরজা বন্ধ করলে মেয়েটি কৌশলে দরজা খুলে পালিয়ে যায়।

পরে দৌঁড়ে ছুটে এসে বিষয়টি সবাইকে জানালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বিস্তারিত জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে স্বাক্ষীসহ উপজেলায় যাওয়ার প্রস্তুতিকালে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আমি মোটর বাইক নিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে একমাসের কারাদণ্ড প্রদান করেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফজল আহমদ নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *