ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামালকে আটক করেছে ডিবি পুলিশ। আজ ১২ অক্টোবর মঙ্গলবার বিকালে ডিবি পুলিশ নানুপুর বাজার থেকে তাকে আটক করে।
নানুপুর যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিকেলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে। কেক কাটার পূর্বমুহূর্তে রাশেদ কামালকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
গত ১ অক্টোবর রাত অনুমানিক ১২ দিকে যুবলীগ নেতা মো. মোস্তাক আহমেদ তার ব্যবসায়ী পার্টনার নাসিরুদ্দিনের মৎস্য প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে লেলাং ইউপির চাড়ালিয়া হাটের পাশে অজ্ঞাত যুবকরা মোস্তাককে আটকের পরে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার ২দিন পর মো. মোস্তাক আহমেদ বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদ কামালকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরো ৯ জনকে আসামি করা হয়।
এই ঘটনায় রাশেদ কামালকে আটক করা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। অন্যদিকে রাশেদ কামালকে গ্রেফতারের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
রাশেদ কামালের ছোট ভাই মো. সাহেদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানায়, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানুপুর বাজারের
দক্ষিণ সাইম কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠান আয়োজন ছিল। কিন্তু কেক কাটার পূর্বমুহূর্তে আমার ভাই রাশেদ কামালকে শত শত লোকের সামনে থেকে ৬/৭ জনের ডিবি পুলিশের একটি টিম এসে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার ডিবি পুলিশ আসার বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করলেও রাশেদ কামালকে আটকের বিষয়ে কোন তথ্য দিতে পারেনি ওসি।
Leave a Reply