“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এ”প্রতিপাদ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অধীন সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যেগে ৩১ অক্টোবর (শনিবার) দুপুরে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত সভাপতিত্বে বিভিন্ন পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউপি সদস্য কফিল উদ্দিন, বার আউলিয়ার মাজরের খাদেম আলহাজ্ব মোকছুদ আলী, মোঃ আলী আকবর, ইউপি সদস্য দিদারুল আলম, শ্রমিক নেতা মোঃ সেলিম, হাইওয়ে থানার এসআই আবদুর সবুর,মোঃ হারুনসহ বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত এর নেতৃত্বে একটি র্যালি বাহির করা হয়।
Leave a Reply