চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে এসে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে এসে থামার আগে ওই শিশু এক বগির ছাদ থেকে অন্য বগির ছাদে ঝাপ দেওয়ার সময় পা পিছলে পড়ে যায়। নিচে পড়ে গেলে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গিয়ে সেখানেই সে মারা যায়।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছলে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সম্ভবত টোকাই হবে। আমরা তাদের ছাদে উঠতে অনেকভাবে নিষেধ করি। কিন্তু তাদের বোঝানো যায় না।
এন-কে
Leave a Reply