কুমিল্লায় তারেক মনোয়ারসহ ৩ বক্তার ওয়াজ নিষিদ্ধ

ওয়াজ-মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কুমিল্লায় তিন মাওলানার ওয়াজ এবং সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কুমিল্লার জেলা প্রশাসন।

ওয়াজ-মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে জনপ্রিয় ইসালামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তা ওয়াজ করতে পারবেন না বলে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। নিষিদ্ধ অন্য বক্তারা হলেন- মাওলানা আবদুর রাজ্জাক বিন ইউসুফ এবং মাওলানা জসিম উদ্দিন।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।’

জেলা প্রশাসক আরও বলেন, কয়েকজন মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে তারা উস্কানিমূলক কথাবার্তা বলেন। ইতোমধ্যেই আমরা এমন তিনজনের তালিকা করেছি। এ তিনজন কোনও মাহফিলে বক্তব্য দিতে পারবেন না। বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এমন বক্তাদের চিহ্নিত করে তালিকা আরও বড় করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *