রোহিঙ্গা এনআইডি : গ্রেফতার ইসির দুই কর্মচারী রিমান্ডে

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : রোহিঙ্গাদেরকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ঘটনায় জড়িত নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) ইসির দুই কর্মচারীকে নিজ কর্মস্থল থেকে দুজনকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেন সিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক রাজেশ বড়ুয়া।

গ্রেফতারের পর বিকালে দুজনকে সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন জানালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান গ্রেফতার দুই কর্মচারির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ইসির দুই কর্মচারী হলেন, চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী আবুল খায়ের ভুঁইয়া (৪৫) ও মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন (৪৫)।

কাউন্টার টেররিজম ইউনিট জানায়, সার্ভার জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে একটি চক্র রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছিল। গ্রেফতার দুজনও এ চক্রের সক্রিয় সদস্য।

এ নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, এর আগেও গ্রেফতারকৃত আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তাঁদের জবানবন্দি ও অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘সরকারি চাকরি বিধিমালা-২০১৮’র ৪১ ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমতির পর মঙ্গলবার নিজ কার্যালয় থেকে আবুল খায়ের ভূঁইয়া ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গ্রেফতার আটজনের মধ্যে শাহনূর, মোস্তফা, শাহীন, জাহিদ, পাভেল এনআইডি প্রকল্পের অধীনে কর্মরত এবং বাকি দুজন চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীনের বন্ধু। এদের মধ্যে আদালতে জয়নাল, মোস্তফা ও শাহনূর আদালতে জবানবন্দি দিয়েছেন। এতে নির্বাচন কমিশনের কর্মকর্তা, স্থায়ী ও অস্থায়ী কর্মচারীসহ এনআইডি জালিয়াতিতে অন্তত আরো ২৮ জনের নাম এসেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

গত অগাস্টে এক রোহিঙ্গা নারী ভুয়া এনআইডি সংগ্রহ করে চট্টগ্রামে পাসপোর্ট নিতে গিয়ে ধরা পড়ার পর জালিয়াত চক্রের খোঁজে নামে নির্বাচন কমিশন। আটকে দেয় রোহিঙ্গা সন্দেহে অর্ধশত এনআইডি বিতরণ।

এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন নামে একজনকে তার দুই সহযোগী ও এক ল্যাপটপসহ আটক করে পুলিশে দেয় কর্মকর্তারা।

এ ঘটনায় চট্টগ্রামের ডবলমুরিং উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্তভার পায় কাউন্টার টেররিজম ইউনিট। কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক রাজেশ বড়ুয়া মামলাটি তদন্ত করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *