রাউজানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের হাজী পাড়া গ্রামের মুহাম্মদ ফয়সাল আহমেদ (৩৫) ও রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়ার মুহাম্মদ শাকিল। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শেখ জাবেদ মিয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগরপাড়ার ফোরকান ভবনে অভিযান চালানো হয়।

এ সময় দুই ইয়াবা ব্যবসায়ী ফয়সালের কাছ থেকে এক হাজার পিস ও শাকিলের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।

দুজনই চিহিৃত মাদক ব্যবসায়ী জানিয়ে পুলিশ বলেন, মঙ্গলবার রাত ১০ টায় রাউজান থানায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *