সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পরিবারের সাথে অভিমান করে আল আমিন (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
বুধবার বিকাল ৫টার সময় ভাটিয়ারীস্থ বালুর রাস্তার পূর্ব হাসনাবাদ গ্রামের মসজিদ কলোনীতে এঘটনা ঘটে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই রফিক পুলিশের সোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আল আমিন ভোলা জেলার সর্বসেন থানার চরনুরুল আমিন গ্রামের দৌলা মাল এর পুত্র। তারা দীর্ঘদিন পর্যন্ত ভাটিয়ারীতে ভাড়া বাসায় বসবাস করছে।নিহত আল আমিন পেশায় রিক্সা চালক।
ঘটনার বিবরণে জানাযায়, আল আমিন তার কয়েকজন সঙ্গী নিয়ে ঘরে বসে নেশা করতো। নেশা করার পর বাড়িতে সবাইকে মারধর করতো, এটা নিয়ে সকালে তার বাবা তাকে মারধর করে। এরপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিলিং এর সাথে গলায় ফাঁস দেয়।
ঘরের দরজা বন্ধ পেয়ে তার মা জানালা দিয়ে দেখে আল আমিন ফাঁসিতে ঝুলে আছে। এরপর ঘরের দরজা ভেঙ্গে তাকে নামিয়ে প্রথমে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে কালুশাহ মাজার এলাকা থেকে বাড়িতে নিয়ে আসে। নিহত আল আমিন বিবাহিত। তার স্ত্রী এক বছর ধরে ভোলা জেলায় তার বাবার বাড়িতে আছে। এ রির্পোট লিখা পর্যন্ত লাশ বাড়িতেই ছিল।
Leave a Reply