সীতাকুণ্ড পৌরসভা আ.লীগের কাউন্সিলে সভাপতি বদিউল আলম,সম্পাদক সামাদ

“ক্লিন ইমেজের নেতা নির্বাচন করতে হবে,তৃনমূলের নেতারা এখন আর নেতা নির্বাচনে ভাল করবে না,তারই জলন্ত উদাহরণ স্বরুপ সোনাইছড়ি, সৈয়দপুর,বাঁশবাড়িয়া ও সীতাকুণ্ড পৌরসভার তৃনমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা।”

বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসভা আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড আসনের সদস্য সদস্য দিদারুল আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন,‘ আওয়ামী লীগের কমিটিতে কোনো মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের ঠাই হবে না। মানুষকে হয়রানি করে এমন কাউকে কমিটিতে রাখা হবে না। বর্তমান সরকার দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ সীতাকুণ্ডের উন্নয়ন কেউ দাবিয়ে রাখতে পারবে না।”

সভায় প্রতিযোগিতামূলক ৫ সভাপতি ও ৭ সাধারণ সম্পাদক প্রার্থী থেকে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় অধিবেশনে সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মুক্তিযোদ্ধা বদিউল আলমকে সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আবদুস সামাদকে সাধারণ সম্পাদক করে পৌরসভা আ.লীগের কমিটি গঠন করা হয়।

এর আগে অতিথিদের সাথে নিয়ে সীতাকুণ্ডস্থ পৌরসদর এলাকায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌরসভার ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দরা।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সন্মেলন সমন্বয়কারী প্রধান এ্যাড. ফখরুদ্দিন চৌধুরী।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া পরিচালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, সহ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, সদস্য মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, যুগ্ন সম্পাদক আ.ম.ম দিলশাদ, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক রেহান উদ্দিন রেহান, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী ও সাদকাত উল্ল্যাহসহ পৌরসভা আওয়ামীলীগ ও উপজেলা নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *