ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।
শুরুতেই বিদায় নায়েছেন দুই ওপেনার ইমরুল ও সাদমান।
ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই দারুণ লাইন এবং লেংথে বল করতে থাকে ভারতীয় পেসার ঈশান্ত শর্মা এবং উমেষ যাদব। ষষ্ট ওভারের শেষ বলে যাবদের অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কোনায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো রাহানের হাতে। আর ৬ রান করা ইমরুল কায়েসের তুলে দেওয়া ক্যাচ তালু বন্দী করতে একটুও ভুল করেননি আজিঙ্কা রাহানে।
পরের ওভার অর্থাৎ ৭ম ওভারের শেষ বলে ঈশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন মাত্র ৬ রান।
এরপর দলীয় ৩১ রানে শামির বলে এলবিডব্লিউ হয়ে ১৩ রান ফিরে যান মিঠুন। ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল ১৮ রান এবং মুশফিক ২ রান।
দলীয় সংগ্রহ ৪৭/৩ (২৩ ওভার)
ভারতকে টসে হারিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ :
ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে দুদলের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে ভারতকে টসে হারিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কাপ্তান মুমিনুল হক।
১৩ ম্যাচে টস জিতার পর আজ ভাগ্য নির্ধারণে হেরেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যদিও এই নিয়ে কোনো ভাবনা নেই তার। টস করার সময় তার বক্তব্য ছিলো টস জিতলে ফিল্ডিংই করতেন তিনি। যদিও ২০১৮ সালের পর থেকে আগে বোলিং করে ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে। আর বাকি ৬ ম্যাচেই হেরেছে তারা।
Leave a Reply