আমরা সবাই আনন্দের সঙ্গেই নতুন জুতা কিনে থাকি। কিন্তু পায়ে দেয়ার সময় ওই আনন্দ চলে যেতে পারে। এর কারণ, পায়ে ফোসকা ।
অবশ্য কিছু কৌশল জানা থাকলে আপনি এই সমস্যা এড়াতে পারবেন।
দেখে নিন সেগুলো-
পরার আগে নতুন জুতার ভেতরে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন জুতা নরম হয়ে যাবে, ফোসকা পড়ার আশঙ্কাও কমবে।
পায়ে বেবি পাউডার লাগিয়ে নিন।
জুতা পরার আগে পায়ে ময়েশ্চারাইজার মেখে নিন। ফোসকা পড়বে না।
জুতায় সামান্য সরিষার তেল মাখিয়ে নিন। এটিও ফোসকা থেকে বাঁচাবে।
Leave a Reply