পেঁয়াজের বাজার কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কাজে আসেনি কোনও পদক্ষেপ। দেশি পেঁয়াজের দাম বেড়ে এখন কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকা।
বুধবার (১৪ নভেম্বর) রাজধানীতে মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ আর দেশি পেঁয়াজের দাম ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে।
পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্ষোভ ক্রেতাদের মাঝে। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছেন সে প্রশ্ন সাধারণ মানুষের। মিয়ানমার থেকে ৪২ টাকা দরে পেঁয়াজ কেনার পরেও দেশে কোনও অজুহাতে এত দাম সে প্রশ্নও ক্রেতাদের।
বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহবান তাদের।
বিক্রেতাদের দাবি তাদের বেশি দামে কিনতে হয় বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
চট্টগ্রামে খাতুনগঞ্জ পাইকারি বাজারে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। গতকালের চেয়ে যা ২০ টাকা বেশি।
এদিকে ক্রেতাদের অভিযোগ, ইচ্ছেমতো দাম রাখছেন বিক্রিতারা। তারা বলছেন, দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস তাদের।
Leave a Reply