ইন্দোরে চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে প্রথমদিনে চালকের আসনে রয়েছে ভারত। শামি-ইশান্তদের তোপে পড়ে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরপর ব্যাট হাতে এবার বাংলাদেশের বোলারদের বিপক্ষে শক্ত অবস্থানে স্বাগতিকরা ।
মুশফিকের বিদায়ের পরের বলে শামির বলে এল্বিডব্লিউর শিকার হয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। রিভিউ চাইলে নিতেও পারতেন মিরাজ। কিন্তু অপরপ্রান্তে থাকা লিটন সাড়া না দিলে রিভিয় না নিয়েই সাজঘরের পথ ধরেন মিরাজ। পরবর্তীতে দেখা যায় শামির করা বলটি লেগ স্ট্যাম্প মিস করে। চা-বিরতির প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস। ইশান্তের বলে স্লিপে ক্যাচ তুলে দেন ২১ রান করা লিটন।
যেখানে দলের স্বীকৃত ব্যাটসম্যানরাই ঠিকমত দাঁড়াতে পারেনি শামিদের বিপক্ষে সেখানে বোলারদের টিকে থাকা এক প্রকার অসম্ভব। শেষ পর্যন্ত ১৫০ রানে ইনিংস শেষ হয় বাংলাদেশের। দুইটি করে উইকেট লাভ করেন ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। একাই তিন উইকেট নেন পেসার মোহাম্মদ শামি।
জবাবে ব্যাট করতে নেমে আবু জায়েদ রাহি ও এবাদত হোসেনকে বেশ দেখেশুনেই খেলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। দলীয় ১৪ রানে রোহিত শর্মাকে আউট করে সাজঘরে ফেরান আবু জায়েদ। অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। মায়াঙ্ক ও পূজারা মিলে দলের রান সংগ্রহ বড় করার দায়িত্ব নেন। এবাদত-আবু জায়েদ ও তাইজুলকে দেখেশুনেই খেলেন এ দুই ব্যাটসম্যান।
দিনের শেষবেলায় মায়াঙ্ককে আউট করার সুযোগ এনেও সেটি হাতছাড়া করে বাংলাদেশের। রাহির বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিল মায়াঙ্ক কিন্তু সেটি নিতে পারেননি ইমরুল। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে দিনশেষ করে ভারত। ৪৩ করে অপরাজিত রয়েছেন পূজারা এবং ৩৭ করে অপরাজিত রয়েছেন মায়াঙ্ক।
এর আগে বাংলাদেশের ৩১ রানে ৩ উইকেট পড়লে সেখান থেকে দলের হাল ধরার দায়িত্ব নেন মুশফিক ও মুমিনুল। তবে একের পর এক জীবন পেয়ে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেটি কাজে লাগানোর চেষ্টাও করেন তিনি। মুশফিক-মুমিনুলের জুটি ভাঙেন অশ্বিন। ব্যক্তিগত ৩৭ রান মুমিনুলকে আউট করেন অশ্বিন। দল যখন বিপদে তখন সেটি আরও বাড়ান মাহমুদউল্লাহ।
অশ্বিনের বলে স্ট্যাম্প থেকে সরে এসে সুইপ করতে গেলে বোল্ড হন ১০ রান করা মাহমুদউল্লাহ। তবুও যেন চেষ্টা চালিয়ে যান মুশফিক। তবে শামির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ৪৩ রান করেই সাজঘরে ফিরতে হয় মুশফিককে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ (১ম ইনিংস) ১৫০ (মুশফিক ৪৩, মুমিনুল ৩৭, লিটন ২১: শামি ৩-২৭
ভারত (১ম ইনিংস) ৮৬-১ (পূজারা ৪৩*, মায়াঙ্ক ৩৭*)
Leave a Reply