সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এক নারী শ্রমিক(২৪) গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাত সাড়ে এগারোটা সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ জাহিদ হোসেন নামে এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষিতা নারী স্থানীয় একটি সুতা তৈরির কারখানায় কাজ করতেন। রাতে কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়াকুল এলাকায় বসুন্ধরা প্রকল্পের দক্ষিণ-পশ্চিম কোণে তিন যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে প্রকল্পের নিরাপত্তা প্রহরী পুলিশকে বিষয়টি জানায়। এসময় ধর্ষকদের আটক করার জন্য নির্দেশ দেয়া হলে নিরাপত্তা প্রহরী জাহেদ নামের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ওই নারীবাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply