রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের ডাবুয়া ইউনিয়নের ভূমিহীন দরিদ্র পরিবারদের মাঝে ৩য় দফায় আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের জন্য ঘর পেতে আগ্রহী পরিবারগুলোকে যাছাই-বাছাই কার্যক্রম সম্পন হয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী উপজেলার জমি আছে ঘর নেই এমন ৫০ টি দরিদ্র পরিবারকে সেমি পাকা ঘর নির্মাণ তাদের পূনঃবাসন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে রাউজানের হলদিয়া ইউয়িনের এয়াছিন নগর, ডাবুয়া, সুড়ঙ্গা, রাউজান পৌরসভার ফকির তকিয়া, পূর্ব রাউজান, রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের জয়নগর পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মান করে ৪ শত ৮৮ জন ভূমিহীন পরিবারেরকে ৪শত ৮৮টি সেমি পাকা ঘর নির্মান করে পুনঃবাসন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে ৩য় ধাপে রাউজানের আরো দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের পুনঃবাসন করার জন্য আশ্রয়ন প্রকল্পের নির্মান কাজ শুরু করা হবে। এই লক্ষ্যে উপজেলার দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের যাছাই- বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
২৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ডাবুৃয়া ইউনিয়নের দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়।
ডাবুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাছাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, ডাবুয়া হলদিয়া ভূমি অফিসের কর্মকর্তা রাশেদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মিটু শীল, জসিম উদ্দিন, শীতল শীল, আবুল কালাম, আজাদ হোসেন সিকদার, নাজিম উদ্দিন, ওবাইদুল হক চৌধুরী মাহমুদ প্রমুখ ।
Leave a Reply