লোহাগাড়ায় ৬ ইউপিতে চেয়ারম্যান-সদস্য পদে ৩২২ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্টিতব্য চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ২৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন সহ সর্বমোট ৩২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মিছিল-শ্লোগানে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ের সামনে যেন উৎসবের আমেজে পরিণত হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চুনতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৪ জন প্রার্থী। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুর মোহাম্মদ শহীদুল্লাহ, মো : আনিছ উল্লাহ ও হোছাইন মুহাম্মদ জুনাইদ। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন প্রার্থী।

চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাস্টার শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক সাদাত উল্লাহ ও মাওলানা হেলাল উদ্দিন। এছাড়াও চরম্বা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম.এ ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মাদ এয়াছিন, মো. জাহাঙ্গীর আমিন, আব্দুস ছবুর, নুরুল আলম চৌধুরী, ও মো. হেলাল উদ্দিন। এছাড়াও কলাউজান ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বড়হাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১জন। তিনি হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় কুমার বড়ুয়া। এছাড়াও বড়হাতিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পুটিবিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ফরিদুল আলম। পুটিবিলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো : হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. জহির উদ্দিন, আকতার কামাল পারভেজ, মো. জসিম উদ্দিন, আবু সাঈদ চৌধুরী টিটু, মোস্তাক আহমদ সবুজ ও মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯জন।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো : সাদ্দাম হোসেন রোমান খাঁন জানান, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্টিতব্য লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ২৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন সহ সর্বমোট ৩২২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, লোহাগাড়ায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাউজান, চুনতি ও পদুয়া ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান। চরম্বা ও পুটিবিলা ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন এবং বড়হাতিয়া ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ.এম খালেকুজ্জামান।

উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *