হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই

হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকসা মুখামুখি সংঘর্ষে অটোরিকসা চালকসহ এক যাত্রী নিহত হয়েছে। এসময় দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন,হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার অটোরিকসা চালক মোঃ সেলিম ও হামজারবাগ এলাকার মরহুম জহির আহম্মদ ডাইভার এর পুত্র মোঃ জাবেদ (৩৬)।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে দ্রুত গতিতে বাসটি (ঢাকা মেট্রো- ১৫-৭৯৫২) নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে হাটহাজারীমুখী অটোরিকশাকে (চট্টগ্রাম-থ- ১২-০৫৮৮) সজোরে ধাক্কা দিলে অটোরিকসাটি ঘটনাস্থলে ধুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকসা চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে পৃষ্ট হয়ে মারা যায়। আহত দুই ব্যক্তি নজুরুল ইসলাম মানিক(৩১) তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অপর আহত ব্যক্তি সুভাষ চন্দ্র দে (৫০) তার আঘাত গুরুতর হওয়ায তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশও হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেন।

নিহত জাবেদ এর বড় ভাই নুর মোহাম্মদ বলেন, নিহত জাবেদ ফটিকছড়ি উপজেলায একটি করাতকলে শ্রমিক হিসাবে কর্মরত। বৃহস্পতিবার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় পথিত হয়ে মারা যায়। এসময় সে কান্না জড়িত হয়ে আহাজারি করতে থাকে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ওসি মোক্তার হোসান দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে ব্যস্ত বলেন জানান।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় আহত সুভাষ চন্দ দে নামক এক ব্যক্তিকে আহত অবস্থায নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *