ফার্মেসিতে বিক্রি হচ্ছে ২০১৮ সালের ওষুধ, মালিককে দন্ড

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ‘চন্দ্রিকা ফার্মেসি’ নামে এক ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রির জন্য মজুদ ছিলো ২০১৮ সালের ওষুধ। বিগত এক বছর আগের মেয়াদোর্ত্তীন্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

বৃৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এসময় চন্দ্রিকা ফার্মেসীতে মেয়াদোর্ত্তীন্ন ওষুধ বিক্রি ও নিষিদ্ধ ওষুধ রাখার বিষয়টি ধরা পড়লে ম্যাজিস্ট্রেট ফার্মেসী মালিক বিমল চন্দ্র দাশকে এ দন্ড দেন।

তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চন্দ্রিকা ফার্মেসী থেকে নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। এছাড়া এখান থেকে উদ্ধার করা হয় ২০১৮ সালের মেয়াদোর্ত্তীন্ন অনেক ওষুধ। এসব ওষুধ ধ্বংস করার পাশাপাশি ফার্মেসী মালিক বিমলকে ১৫ দিনের কারাদন্ড দেওয়ার কথা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *