চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় বেশকিছু ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা। কুড়িয়ে পাওয়া ব্যালটের প্রতিটিতে আপেল প্রতীকের ওপর সিল মারা রয়েছে। এছাড়া ওইসব ব্যালটে নির্বাচন কমিশনের সিল ও ভোটাররের স্বাক্ষরের স্থানে আঙ্গুলের টিপ সই রয়েছে।
আজ ২৮ নভেম্বর, রোববার সকালে কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতিফপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী মো. বেলাল এবং ৫ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ হামিদ। সকাল থেকে এই দুটি কেন্দ্রে থেমে থেমে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয় বলেও জানান স্থানীয়রা।
তবে ব্যালট চুরির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ আনোয়ার খালেদ। তিনি বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। না জেনে কোনও মন্তব্য করা উচিত হবে না।
এন-কে
Leave a Reply