২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ‘সবাই মিলে দেব কর,দেশ হবে স্বনির্ভর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জিইসি কনভেশন হলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। এই মেলা ২০ নভেম্বর-২০১৯ পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা অর্জনের পাথে এগিয়ে যাচ্ছি। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদশী ও বিচক্ষণ নেতৃত্বের কারণে তা আজ সম্ভব হচ্ছে। আজ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ দেশের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এখন বাঙালী জাতি ঋণ নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
সিটি মেয়র আরো বলেন,একসময় বাংলাদেশকে দরিদ্র, হতদরিদ্র, তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। বিশ্ববাসী এখন বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক বিস্ময়ের দেশ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হয়েছি। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের প্রত্যেককে নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তাই সময়মত এবং সঠিকভাবে কর দিতে হবে।
কর নিয়ে জনমনে যে বিভ্রান্তি তা দূর করতে মেলার আয়োজন বলে তিনি মন্তব্য করেন। এই প্রসঙ্গে সিটি মেয়র বলেন করদাতার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কর দিয়ে কেউ গরিব হয় না। কর দিলে ব্যক্তি সম্মাণিত হয় । ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়। আয়কর মেলার ফলে মানুষের মধ্যে কর নিয়ে এক ধরনের ইতিবাচক উপলব্ধি তৈরি হবে। করভীতি থেকে বেরিয়ে এসে মানুষ কর দেওয়ায় উদ্বুদ্ধ হবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র আরো বলেন,আমরা স্বাধীন সার্বভ্যেম দেশের নাগরিক। আমাদের জম্ম এদেশে। এ দেশ আমাদের। আমাদের প্রত্যাশা আকাশচুম্বি। প্রতিটি মানুষের মধ্যে স্বপ্ন আকাঙ্ক্ষা অনেক। যা বাস্তবায়ন নির্ভর করে পরিকল্পনা, সদিচ্ছা, আন্তরিকতার ওপর। দেশপ্রেম”র কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন স্বাধীন স্বভৌম একটি দেশে একাধিক দল থাকবে। এ দেশের মাটি ও মানুষের প্রতি দেশপ্রেম থাকতে হবে। বিরোধিতার কারণে বিরোধিতার মানসিকতা দূর করতে হবে।
এটি উন্নয়নে প্রধান বাধা বলে তিনি মন্তব্য করেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কর কমিশনার জি এম আবদুল কায়কোবাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কাস্টম পলিসি ও আইসটির সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব মো. জামাল উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন কাষ্টম এক্সাইজ ও ভ্যাট চট্টগ্রাম এর কমিশনার মো. এনামুল হক, কর আপিল ও ট্রাইবুনাল চট্টগ্রাম এর সদস্য ছৈয়দ মো. আবু দাউদ, কর কমিশনার ও সদস্য সচিব মাহফুজ উল্লাহ, কর অঞ্চল-১ এর কমিশনার, ইকবাল হোসেন, কর কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির সাধারন সম্পাদক মফিজ উল্লাহ, মাহমুদুর রহমান, মো. এনামুল হক। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ব্যারিষ্ট্রার মোদাচ্ছির বিল্লাহ ফারুকরী।
পরে মেয়র বেলুন উড়িয়ে আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিল, ই-পেমেন্টসহ সব ধরনের সেবা একই ছাদের নিচে পাবেন। মেলায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, জীবন বিমা, সঞ্চয় অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি বুথ। মেলায় দুই পালায় ৬৫০ জন কর কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
Leave a Reply