সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন এর প্রচেষ্টায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদামবিবিরহাট শাহাজাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী চম্পা দাশ (১৫)।
সোমবার দুপুরে ধুমধাম করেই ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ কনফিডেন্স সিমেন্টের পশ্চিম পার্শ্বে জেলে পাড়ার সুদীল সরদারের বাড়ির জগৎ চন্দ্র দাশের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে চম্পা জলদাসের সাথে পাশের গ্রাম মাদামবিবিরহাট সোনারগাঁও পেট্টোল পাম্পের পশ্চিম পার্শ্বের জেলেপাড়ার মানিক জলদাসের ছেলে গোপী লাল দাসের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে চেয়ারম্যান পরিষদের ইউপি সদস্য ও গ্রামপুলিশ নিয়ে হাজির হন ওই বাড়িতে। পরে চম্পা দাসের বাবা জগৎ চন্দ্র দাশকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝাতে সক্ষম হন। সেই সঙ্গে তার নিকট থেকে মুচলেকা লিখে নেন যাতে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এমন একটি বাল্য বিয়ের আয়োজন চলছে খবর পেয়ে বিষয় দেখার জন্যে আমাকে দায়িত্ব দিলে আমি ঔ বাড়িতে গিয়ে বিয়েটা বন্ধ করি এবং মেয়ের বাবাকে বুঝাতে পেরেছি। সঠিক বয়স না হওয়া পর্যন্ত সে তার মেয়েকে বিয়ে দিবে না। এব্যাপারে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।
Leave a Reply