লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের সহায়তায় হলদিয়াতে এক হাজার মানুষকে চিকিৎসা সেবা

ফটিকছড়ি প্রতিনিধিঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের উদ্দ্যোগে আজ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের সিন্ধুরাজ-মল্লিকা রাণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং লায়ন্স ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর “এলসিআইএফ”কো-অর্ডিনেটর লায়ন অনুত্তর বড়ুয়ার আহ্বানে হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহারে গ্রামীন জনপদের ১ হাজারের বেশি মানুষের চোখের পরীক্ষা-নিরীক্ষাসহ ঔষুধ বিতরণ করা হয়, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

উক্ত সেবাকার্য আয়োজন থেকে বেশি সমস্যায় রয়েছে এরকম ৪২ জন নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে চোখের ছানি এবং অপারেশন করার জন্য নির্ধারিত হয়।

ক্লাব জোন চেয়ারপারসন অধ্যাপক লায়ন ববি বড়ুয়ার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১ম ডিস্ট্রিক্ট গবভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত “সিদ্ধার্থ-বুদ্ধ” ফিল্মে বুদ্ধের ভূমিকায় অভিনয়কারী ড.গগন মালিক, সম্মানিত অতিথি ছিলেন ২য় ডিস্ট্রিক্ট গবভর্নর লায়ন মোঃ এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন নিপু কান্তি বড়ুয়া, লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, লায়ন রনজিত বড়ুয়া রক্তিম, লায়ন সুকান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার বড়ুয়া, প্রকৌশলী বাবু সবুজ বড়ুয়া, নারী নেত্রী সঞ্চিত বড়ুয়া, শিল্পী বড়ুয়া এবং লিও ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর প্রেসিডেন্ট- লিও মুহাম্মাদ হাছবী, সেক্রেটারি -লিও মোঃ তানভীর রহামান,ভাইস প্রেসিডেন্ট – লিও মুহাম্মাদ মিজান ভাইস প্রেসিডেন্ট- ফকরুদ্দিন মুহাম্মাদ রাইহান, জয়েন্ট ট্রেজারার- লিও মুরাদুল ইসলাম, প্রোগ্রাম চেয়ারম্যান -লিও আরিয়ান, সিস্টার কো-অর্ডিনেটর লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও নাবিহা ওয়াসিমাত, লিও নিজাম।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *