পাকিস্তানের বিপক্ষে শেষ পরীক্ষায় বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ থেকে চলতে থাকা ব্যর্থতার বৃত্ত ভাঙতেই পারছে না বাংলাদেশ। মরুর বুক থেকে ঘরের মাঠ—সব পরীক্ষাতে ব্যর্থ মুশফিক-লিটনরা। কদিন আগে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার আরেকটি হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ।

শেষ ভালো যার, সব ভালো তার—এ বার্তাটি অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের। টানা ব্যর্থতার বৃত্ত ভেঙে সিরিজের শেষ ম্যাচটিতে রাঙাতে মুখিয়ে আছেন মুমিনুলরাও।

বাংলাদেশে সফরে এসে দুই সংস্করণে সিরিজ খেলে সব ম‍্যাচ জয়ী সবশেষ দল পাকিস্তান। ২০১১ সালে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজও জিতেছিল তারা। পাশাপাশি জিতেছিল একমাত্র টি-টোয়েন্টি। এরপর থেকে ঘরের মাঠে কোনো দলের বিপক্ষে দুই সংস্করণে সিরিজ খেলে সবকটি ম‍্যাচে হারেনি বাংলাদেশ।

২০১১ সালের পর আবারও সে একই প্রতিপক্ষের কাছে এমন বাজে অভিজ্ঞতার সামনে বাংলাদেশ। আর, এ তিক্ত অভিজ্ঞতা থেকে বাঁচতে ঢাকা টেস্টে জয় চাই বাংলাদেশের।

যদিও সে কাজটা খুব কঠিন। চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা অন্তত তাই বলে। আট উইকেটে হারের পাশাপাশি চট্টগ্রামে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র প্রখরভাবে ফুটে উঠেছে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাবর আজমের দল। সিরিজটি হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম এবং নাঈম শেখ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *