সীতাকুণ্ড প্রতিনিধি : ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’, ‘কর প্রদানে স্বতঃস্ফ’র্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন’। এ প্রতিপাদ্য আজ শুক্রবার (১৫ নভেম্বর) সীতাকুণ্ডে ২ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলা ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।
আজ ১৫ নভেম্বর বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আয়কর মেলা ২০১৯ই এর উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
কর অঞ্চল চট্টগ্রাম-১ এর আয়োজনে চট্টগ্রামের যুগ্ন কর কমিশনার মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন ভুঁইয়া, সীতাকুণ্ড সার্কেলের উপ কর কমিশনার মোঃ পেয়ারু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির উচিত কর দেওয়া, এতে করে দেশের উন্নতি ও উন্নয়ন কাজ তরাত্নিত হবে। এক সময় মানুষ আয়করের নাম শুনলে ভয় পেতো, বর্তমানে মানুষ অনেক সচেতন হয়েছে তাই এখন মানুষ আয়কর দিতে অনেকটা উৎসাহ বোধ করেন।
Leave a Reply