নোয়াখালীতে কোমলপানীয় স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু

-স্বাস্থ্য-কমপ্লেক্স

২৪ ঘন্টা ডেস্ক : নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হলের কোমলপানীয় স্পিরিট পান করে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে একই ঘটনায় আরো অনেককেই আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং কয়েকজনকে ঢাকায় নেয়া হয়েছে।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মৃত এছাক মিয়ার ছেলে নুরনবী মানিক (৫২), একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে লিটন (৫০), খিরুদ মহাজন বাড়ির মৃত অনিল কুমার দের ছেলে রবি লাল (৫৫), সিরাজপুর ওয়ার্ডের মতলব মিয়ার বাড়ির মৃত image রইসল হকের ছেলে সবুজ (৪৫), একই এলাকার মোহাম্মদ নগর এলাকার মহিন উদ্দিন ড্রাইভার (৪০) ও চরকাঁকড়া ইউনিয়নের মৃত আবদুল আজিজের ছেলে আবদুল খালেক (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা সকালের দিকে হলেও, পুলিশের কাছে খবর পৌঁছতে দেরি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতা জায়েদের ছেলে প্রিয়মকে আটক করতে পারলেও, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন জায়েদ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ ও তার ছেলে প্রিয়ম নেশা জাতীয় দ্রব্য স্পিরিট বিক্রি করে আসছেন। এ ব্যবসার টাকা দিয়ে উপজেলায় ভূমি অফিসের পাশে বহুতল ভবন নির্মাণ করেছেন জায়েদ।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, স্পিরিট পানে পাঁচজনের মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়ি পরিদর্শন করা হয়েছে। এ সময় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো একজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে তিনজনের দাফন সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই স্পিরিট বিক্রেতা ডা. জায়েদ পলাতক রয়েছেন। তবে তার ছেলে প্রিয়মকে আটক করা হয়েছে। জায়েদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

২৪ ঘন্টা/আরএস..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *