ইন্দোর টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নড়বড়ে সূচনা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই ওপেনার ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক মুমিনুল ৭ এবং মিঠুন ১৮ রান করে আউট হয়েছেন। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ২৯৯ রান।
এখন মুশফিক ও মাহমুদুল্লাহ ব্যাট করছেন। দলীয় সংগ্রহ ৪৪/৪
এর আগে ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় শেষ করা ভারত ইনিংস ঘোষণা করে একই রানে। এর ফলে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা।
মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভর করে গতকাল দ্বিতীয় দিনে ৩৪৩ রানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভারত। গতকাল ইনিংস ঘোষণা না করায় ভারত রান আরও বাড়াতে আরও কিছু সময় ব্যাট করতো বলে অনুমান করা হলেও তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। আগের দিনে করা ৬ উইকেটে ৪৯৩ রানেই ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল।
ভারতের পক্ষে মায়াঙ্ক আগারওয়াল ২৪৩, রাহানে ৮৬ রান করেন। এছাড়া জাদেজা অপরাজিত থাকেন ৬০ রান।
বাংলাদেশের পক্ষে আবু জায়েদ চৌধুরী রাহী ৪টি এবং মেহেদী মিরাজ ও এবদাত হোসেন নেন একটি করে উইকেট।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৫০ রান।
Leave a Reply