সুন্নীয়তের সৈনিক তৈরীর কারখানা সৃষ্টি করেছিলেন সৈয়দ শামসুল হুদা (র)

ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ির সৈয়দ বাড়ী দরবার শরীফের প্রতিষ্টাতা অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ২৬ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল বুধবার সারাদিন নানান আনুষ্টানিকতায় সম্পন্ন হয়েছে।

ওরশ উপলক্ষে সকালে দিনব্যাপী গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশর উদ্যোগে পবিত্র খতমে কুরআন-খতমে বোখারী, ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ, কর্ণ ছেদন, খৎনা, রক্তদান ও রক্ত গ্রুপ নির্ণয়সহ নানা কর্মসূচির উদ্ভোধন করেন সাজ্জাদানশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলার (মুজিআ)।

বিকালে অধ্যক্ষ হযরত সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা (রহ.) এর কর্মজীবনীর উপর আলোচনা সভা তকরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, বালাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মন্নান, শাহজাদা সৈয়দ তৌসিফুল হুদা,
আল্লামা আব্দুল ওয়াজেদ, কাজী মঈনউদ্দীন আশরাফি, হাফেজ সোলাইমান আনসারী, হাফেজ আশরাফুজ্জামান, অধ্যক্ষ তৈয়ব আলী, মুফতি জসিম উদ্দিন আলকাদেরী, অধ্যক্ষ হারুনুর রশিদ, আল্লামা নোমান প্রমুখ।

এতে বক্তারা বলেন, সৈয়দ শামসুল হুদা (র.) শ্রম ও যোগ্যতা এবং সুদক্ষতার মাধ্যমে ধীরে ধীরে এক বিশাল ইলমে দ্বীনের বটবৃক্ষে পরিণত হয়েছিলেন। সুন্নীয়তের সৈনিক সৃষ্টির কারখানা সৃষ্টি করেছিলেন সারাদেশে। বিভ্রান্তির এই যুগ সন্ধিক্ষণে ইসলামের মূল স্রোতধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে সঠিকভাবে গ্রহণ ও চর্চা করার সুযোগ তৈরি করেছিলেন। তিনি যুগযুগ ধরে বেঁচে থাকবেন সুন্নীয়তের নানান শাখা প্র-শাখায়। অধ্যক্ষ শামসুল হুদার (রহ.) জীবন ও কর্মে তাঁর অগণিত ভক্ত-মুরীদদের পথ-নির্দেশক। তাঁর দেখানো পথেই সৈয়দ বাড়ি দরবার মাযহাব-মিল্লাতের খেদমতের পাশাপাশি মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে মঙ্গলবার গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ তত্ববধায়নে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা, শতাধিক কন্যাসন্তানের কর্ণ ছেদন, অর্ধশত খৎনা, প্রায় ৫০০ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং আগত ভক্ত আশেকানদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *