রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদল নাথ (৪০) নামের এক স্কেভেটর চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌরভার ৯নং ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বাদল নাথ। সে ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দেজন্দ্র লাল নাথের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এন-কে
Leave a Reply