উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি, সা‌বেক চেয়ারম‌্যান এস এম আবদুল মজিদের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল মহাজন অরুণের সঞ্চালনায় মৈশকরম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নুরুল আবছার মিয়া প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপ‌তি হাজী রফিকুল ইসলাম, মো: আলী আকবর, সে‌লিম উ‌দ্দিন চৌধুরী মিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইয়ুব,স‌রওয়ার উল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমন, উপ‌জেলা আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন, আইন বিষয়ক সম্পাদক তাপস বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আকতার হোসেন, সি‌নিয়র সদস‌্য আবদুল মান্নান খাঁন, মহিলা সম্পাদিকা ফাতেমা খাতুন, উপ- প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, চৌধুরী,কার্যনির্বাহী সদস্য রূপায়ণ বড়ুয়া কাজল, মহিউদ্দিন চৌধুরী, ইউ‌পি সদস্য আলহাজ্ব র‌ফিকুল ইসলাম, তাপস কুমার বড়ুয়া, মো: জানে আলম সওদাগর, ‌মো: সে‌লিম উ‌দ্দিন, মো; কাউছার আলম, মোঃ আবছার, জয়া রানী বড়ুয়া, নব নির্বাচিত ইউপি সদস্য শেখ ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন, সাজ্জাদ শাহ, ইউপি সদস্যা শাহীনুর আকতার, ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি ও সম্পাদকের মধ্যে জ‌সিম উ‌দ্দিন শাহ, র‌ফিকুল আলম কন্ট্রাক্টর, শেখ আখতারুজ্জামান পারভেজ, আলহাজ্ব ওসমান গনী, সত্যজিৎ চৌধুরী, মোঃ নছিম, প্রধান শিক্ষক আবদুল হক, যুবলীগ নেতা শেখ জ‌হির উ‌দ্দিন, মো: আ‌মিনুল ইসলাম জ‌নি, আবদুল হামিদ, উর‌কিরচর ইউ‌নিয়ন যুবলী‌গের যুগ্ম সম্পাদক মো বোরহান উ‌দ্দিন চৌধুরী, দক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদ হো‌সেন, যুব‌নেতা মো: শহীদুল আলম, , মুরাদ উদ্দীন চৌধুরী, ছাত্র‌নেতা নাজমুল রায়হান, মোঃ মামুন, মোঃ শফি, মোঃ শাহেদ, মোঃ জনি, মোঃ সরোয়ার, মোঃ সৌরভ, মোর‌শেদ, মো: মুছা, রাসু নাথ সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রধান অতিথি আলহাজ্ব নুর মোহাম্মদ বলেন,
মুক্তিযুদ্ধ বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে গিয়ে আমাদের মনে পড়ছে ১৯৭১ সালের লাখ লাখ মানুষের আত্মাহুতি, স্বাধীনতার বেদিমূলে তারা তাদের বর্তমান উৎসর্গ করেছিলেন আমাদের ভবিষ্যৎ রচনার জন্য। ত্রিশ লাখ শহীদ আর কয়েক লাখ মা-বোন তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন এই স্বাধীনতার জন্য।

বিশেষ অতিথি আলহাজ্ব নুরুল আবছার মিয়া বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন-মুক্ত ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

প্রধান আলোচক উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ ধরে আসে একাত্তর। ৭ মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে জাতির পিতার সেই উদ্দাত্ত কণ্ঠের আহ্বান— ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’— জাতিকে দেখায় স্বাধীনতার পথ। ২৫ মার্চের সেই ভয়াল রাতে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। দিনটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই বিজয়ের ৫০ বছর পূর্তির দিন আজ।

তিনি বলেন, ৫০ বছরের রাজনীতির ইতিহাসে অন্ধকারের যুগ পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন-সমৃদ্ধির মহাসোপানে। বিশ্ব দরবারে এক বিস্ময়। টানা মেয়াদে সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছেন। দেশ এগিয়ে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে। স্বাধীনতার পর যে দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে কটাক্ষ করা হয়েছিল, সেই বাংলাদেশ আজ গোটা বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম। যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্থান পায় বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে, সেই দলটির হাত ধরেই গত এক যুগে বিস্ময়কর গতিতে ঘুরে দাঁড়ানো, উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্ব স্বীকৃতি আদায়কারী দেশটির নাম এখন বাংলাদেশ।

তিনি জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী শিক্ষা, স্বাস্থ্য,অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সাজানো বাগান রক্ষা এবং তাঁর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সভা শেষে অসহায় মানুষের মাঝে শাড়ি,লুঙ্গি এবং ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *