রাউজানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (দুলু)।

রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি,রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, অভিনেতা মীর সাব্বির,শাহ আলম চৌধুরী, রাউজান থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইরফান আহমদ, কামরুল ইসলাম বাহাদুর,বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,প্রিয়তোষ চৌধুরী,আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মেদ,লায়ন শাহাবুউদ্দিন আরিফ,তছিলম উদ্দিন চৌধুরী, রবিন্দ্র লাল, বাবুল মিয়া, কাউন্সিলর আলমগীর আলী, শওকত হাসান, নজরুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন, হাসান মোঃ রাসেল, মুছা আলম খান চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে, সবুজ দে বানু, আবু ছালেক, সাবের হোসেন, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী অপূ বিশ্বাস, অভিনেতা মীর সাব্বিরকে এক নজর দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাউজান শিল্পকলা একাডেমী, বাংলার মুখসহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে, গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। প্রতিবন্ধীদের অংশগ্রহনে অনুষ্ঠানের একটি পর্ব হাজার হাজার দর্শক উপভোগ করেন। মেলায় কয়েক নানা পণ্যের পসরা নিয়ে কয়েক শতাধিক স্টলে বিপুল সংখ্যক ক্রেতা সমাগম ছিল। এছাড়া বিজয় মেলাকে ঘিরে আশপাশে ব্যাপক সাজসজ্জা পরিলক্ষিত হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *