ধর্মীয় ভাবগাম্ভির্য্য আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিংগলা পাঁচপীর শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্টিত হয়েছে ।
২০ ডিসেম্বর সোমবার ওরশ উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে মাজার শরীফে খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । ওরশ উপলক্ষে মাজার, মসজিদসহ আশপাশে সাজসজ্জাকরণ করা হয়।
মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনসুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত মিলাদ মাহফিলে তকরির করেন পাঁচপীর শাহ (রাঃ) এর মাজার সংলগ্ন কাজীর খীল জামে মসজিদের খতিব আল্লামা জামাল উদ্দিন । মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাবর উদ্দিন, মনির হোসেন, তুষার, সাইফুল, মুবিন, বাবু, রনি, হারুন, হায়দার, আবদুল মোনাফ, হাসান আহম্মদ, ইলয়াছ, ফজলুল কাদের, রিমন, লোকমান, দিদার, ওসমান, বাবলু, আসগর। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন আল্লামা জামাল উদ্দিন। পরে তাবরুক বিতরণ করা হয়।
এন-কে
Leave a Reply