বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত গুণীজন, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক, রাউজানের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান প্রেসক্লাব।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে অধ্যাপক মোহাম্মদ খালেদের পৈতৃক নিবাস রাউজানের সুলতানপুর গ্রামের দারোগা বাড়িস্থ কবরস্থানে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য সাজ্জাদ হোসেন, লোকমান আনছারী, আরফাত হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোকমান আনছারি।
এন-কে
Leave a Reply