শীতলপুর উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ইয়ং বয়েজ চ্যাম্পিয়ন

সীতাকুণ্ডের শীতলপুর উচ্চ বিদ্যালয় “প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” কর্তৃক আয়োজিত ” বিজয় দিবস শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্কুল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ২০১৭ ব্যাচ ইয়ং বয়েজ বনাম ২০২০ জুনিয়র স্টার। এতে ৪৯ রানে জিতে ২০১৭ ব্যাচ ইয়ং বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মাসব্যাপী অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টে মোট ১২ দল অংশ গ্রহণ করে। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো ইদ্রিস।

স্কুলের সাবেক সভাপতি মাস্টার জাকির হোসেন এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, এম,এ,শিপ ব্রেকিং লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম, মেহেরিন শিপ ব্রেকিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল আলম, এন,আর গ্রুপের এমডি রিয়াজ উদ্দিন সোহেল, নিমরা এন্টারপ্রাইজের পরিচালক নিজাম উদ্দিন খোকন ও সংগঠনের সহ-সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *