চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ কবির আলি

ঢাকায় এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ বোলিং কোচ কবির আলি। ১৭ নভেম্বর, রোববার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিবিপিএল এর ড্রাফটে দলের ক্রিকেটার বাছাই করবেন তিনি।

ইংল্যান্ডের জার্সিতে ১ টেস্ট আর ১৪ ওয়ানডে খেলা পাকিস্তান বংশোদ্ভুত সাবেক এই ইংলিশ ফাস্ট বোলার ২০১৫’তে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই কোচিং’কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ৩৮ বছর বয়সী কবির আলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। ২০১২’তে বিপিএলের দল বরিশাল বার্নার্সের হয়ে খেলেও গেছেন এই পেসার।

ইংল্যান্ডের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একমাত্র টেস্টে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ১৪ ওয়ানডেতে তাঁর শিকার ২০ উইকেট।

শনিবার সকালে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ কবির আলিকে অভ্যর্থনা জানান দলটির সিইও সৈয়দ ইয়াসির আলি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *