রাউজানে টুইজ্যা মইসং জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত

রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে আনন্দ-আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুইজ্যা মইসং জ্ঞাতি সম্মেলন।

অনুষ্ঠানে টুইজ্যা মইসং এর বংশধরেরা একই সামিয়ানার নিছে জ্ঞাতি সম্মেলনে মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ উৎসবে মেতে উঠেন।

শনিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম রাউজানের ঐতিহ্যবাহী ধনেশ্বরী বাড়ী প্রাঙ্গনে ধর্মারত্ন জ্ঞাননন্দ মহাথের সভাপতিত্বে ও তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় এই সম্মেলন থেকে চারজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভদন্ত বোদিমিত্র মহাথের, বিশেষ অতিথি ছিলেন ধর্মানন্দ মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, অনুরুদ্ধ থেরো, তংহংকর থেরো, করুণা বংশ থেরো। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. হিমাদ্রি বড়ুয়া, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত রাহুলানন্দ থেরো, ভদন্ত শান্তমিত্র ভিক্ষু, শাসনশ্রী ভিক্ষু বীর মোহন বড়ুয়া, রতন বিকাশ বড়ুয়া, প্রকৌশলী সৃগাংক প্রসাদ বড়ুয়া, ডা. সরোজ কুমার বড়ুয়া, নীলাদ্রি বড়ুয়া, শেষার্দ্রী বড়ুয়া, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, দীপক তালুকদার, ডা. শীতল বড়ুয়া, সাংবাদিক নীল রতন বড়ুয়া, সমীরণ বড়ুয়া, নীল রতন বড়ুয়া, অমলেন্দু বিকাশের বড়ুয়া, এডভোকেট কল্লোল বড়ুয়া, প্রীতিনন্দন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, প্রকৌশলী পংকজ বড়ুয়া প্রমুখ।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ (মরনোত্তর) প্রকৃতি রঞ্জন বড়ুয়া, কবি হিমাংশু বিমল বড়ুয়া (মরনোত্তর), অধ্যক্ষ ডা. দেবপ্রসাদ বড়ুয়া, শিক্ষাবিদ মিনাল কান্তি বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *