নগরীর আগ্রাবাদে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
আজ ৩১ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া লেইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, সকাল ১০টার দিকে আগ্রাবাদের ছোট পুল এলাকায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দরের ২টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি টিনশেড দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ড কোনো হতাহত হয় নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছি।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা এবং ৫লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এন-কে
Leave a Reply