পাথরঘাটা ট্রাজেডি : নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে নওফেলের পক্ষে আজ রবিবার বেলা সাড়ে ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শণে যান প্রয়াত চট্টলবীর সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী এবং শিক্ষা উপমন্ত্রী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন ও ছোট ভাই রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

এসময় নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কণিষ্ট পুত্র রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

তিনি জানিয়েছেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পক্ষে নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এসময় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *