করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে টালিউডে। জিৎ গাঙ্গুলী, সৃজিত মুখার্জি আক্রান্ত হয়েছেন করোনায়। সে তালিকায় যুক্ত হয়েছেন পার্নো।
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র। রোববার (২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে পার্নো লিখেছেন, একটি জরুরি খবর দিতে চাই। আমি আবার কোভিড পজিটিভ। কিছু উপসর্গ আছে। আপাতত আইসোলেশনে আছি। গত তিন দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে যাওয়ার অনুরোধ করছি। সেই সঙ্গে করোনা পরীক্ষা করার অনুরোধও করছি। নিজের খেয়াল রাখুন, সাবধানে থাকুন, মাস্ক পরুন।
এর আগে গেল এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন পার্নো। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গেল বিধানসভা নির্বাচনে প্রচারে নেমেছিলেন পার্নো। সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
শোনা যাচ্ছে, বাংলাদেশে একটি সিনেমায় যুক্ত হয়েছেন পার্নো। মোশাররফ করিমের বিপরীতে অনুদানের সিনেমা ‘বিলডাকিনি’তে অভিনয় করবেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প আবর্তিত হবে এই সিনেমা।
এর আগে মোস্তফার সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন পার্নো। ইরফান খানের বিপরীতে দেখা হিয়েছিল তাকে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।
এন-কে
Leave a Reply