আগামীকাল শনিবার সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর নির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বমোট ৩১ টি পদের মধ্যে ২৬ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়
বাকী ৫টি পদের মধ্যে শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক মোহাম্মদ তাওয়ারিক আলম সুমন ও মোহাম্মদ জিয়াউল ইসলাম শিবলু ও কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব শফকত পাশা চৌধুরী, স্থপতি শহিদুল ইসলাম, লায়ন মোঃ বেলাল হোসেন, লায়ন এস এম আশরাফুল আলম আরজু ও মোহাম্মদ জামশেদ রহমান নির্বাচন করছেন। নির্বাচনে মোট ১৪৩৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। নিবাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী এছাড়া সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন আরো ৬জন।
Leave a Reply