ক্রাইস্টচার্চ টেস্টের আগে যা বললেন কোচ ডমিঙ্গো

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড পাবে সবুজ উইকেটের সুবিধা। তবে সবুজ উইকেটে থেকে বাংলাদেশি পেসাররাও সুবিধা আদায় করতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ক্রাইস্টচার্চের মতো ভেন্যু বিশ্বে খুব কমই আছে, যেখানে পেসারদের দাপট চলে। নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেস বোলিং লাইনআপ বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে আশাবাদী কোচ, কারণ বাংলাদেশেরও পেস বোলিং লাইন আপটাও দারুণ।

প্রথম টেস্টে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন পেসাররাই। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামরা ক্রাইস্টচার্চ টেস্টেও জয় এনে দেওয়ার যোগ্যতা রাখেন, সেই আত্মবিশ্বাস আছে ডমিঙ্গোর।

দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সবুজ পিচ নিয়ে তাই পাল্টা হুঙ্কার দিয়ে রাখছেন কিউইদের। ডমিঙ্গো বলেন, ‘আমি এখনো পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটা আমাদেরও সুবিধা দেবে।’

নিজের দলের পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী ডমিঙ্গো বলেন, ‘আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’

বাংলাদেশের তিন পেসার যেমন বোলিং করেছেন মাউন্ট মঙ্গানুইয়ে, তেমনটা ক্রাইস্টচার্চে করতে পারলে ম্যাচ অনেকটা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। তবে এর আগে টসে জিততে হবে বলে মনে করেন কোচ। কারণ টস এমন পিচের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *