বলি তারকা অক্ষয়ের সেই কমেডি হরর সিনেমার কথা নিশ্চয় কেউ ভোলেননি। পুরনো জমিদার বাড়িতে এক নারীর অভিশাপ, আর তাই নিয়েই গড়ায় কাহিনী। যেখানে অক্ষয় কুমার একজন ডাক্তার সঙ্গে তান্ত্রিকের ভূমিকা পালন করেন। বলছি ২০০৭ সালে বহুল জনপ্রিয় সিনেমা ‘ভুল ভুলাইয়া’র কথা। তখনকার সময়ে এই সিনেমা দর্শকদের দিয়েছিল অফুরন্ত আনন্দ।
তবে এই সিনেমার আরেক কেন্দ্রীয় চরিত্র ‘মঞ্জুলিকা’ ওরফে বিদ্যা বালানকে মনে না করলেই নয়। ২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ ছবিতে ছোট্ট এক চরিত্র ‘মঞ্জুলিকা’ হয়ে দর্শক মনে বড়সড় দাগ কেটেছিলেন বিদ্যা বালন। স্বভাবতই ২০২২-এ ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তির খবরে রটে গিয়েছিল, মঞ্জুলিকা হয়েই ফের বড়পর্দায় আসছেন অভিনেত্রী। সেই গুজব এবার ইতি টানলেন নির্মাতা অনীশ বাজমি। বিবৃতিতে তিনি জানান, এ খবর সত্যি নয়।
‘ভুল ভুলাইয়া’ মুক্তির পর বেশ লম্বা সময় কেটে গেছে। ছবিটির আবেদন আজও আগের মতোই। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং অন্যান্য তারকারা তাদের অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। আর মঞ্জুলিকা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নজড় কেড়েছিলেন বিদ্যা বালান। সেই জনপ্রিয়তাকে পূঁজি করেই নতুন গল্প নিয়ে ফিরছে সিনেমাটি। রাজকীয় নর্তকীর ভূত মঞ্জুলিকা। সে চরিত্রে অনবদ্য ছিলেন বিদ্যা। শুধু অভিনয় নয়, সিনেমায় বিভিন্ন গানে নাচের জন্যও প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ‘ভুল ভুলাইয়া টু’ নিয়ে খুবই উচ্ছ্বসিত ছবির নায়ক কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইতিমধ্যেই ছবির পোস্টার এবং মোশন পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে চলতি বছর ২৫ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে সিনেমাহলে। যদিও করোনা পরিস্থিতি যেভাবে ফের মাথাচাড়া দিয়ে বেড়েছে, তাতে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সিনেমাহল বন্ধ হয়ে গিয়েছে। অনেক ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তাই এই ছবির ক্ষেত্রেও সিনেমাহল নাকি ওটিটি প্ল্যাটফর্ম, কোনটা সেই সময় বেছে নেওয়া হবে, তা সময়ই বলবে।
সিক্যুয়েলেও থাকবে প্রথম কিস্তির আমেজ। জনপ্রিয় সিনেমার সিক্যুয়েলটি এ বছরের ২৫ মার্চ মুক্তির কথা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ‘ভুল ভুলাইয়া- টু’ ছবির মোশন পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোচনায় আসে।
এন-কে
Leave a Reply