আবারও চালু হতে যাচ্ছে আরব আমিরাতের শ্রমবাজার

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক যাওয়া বন্ধ রয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশিদের জন্য আবারও চালু হতে যাচ্ছে এই শ্রমবাজার।

রোববার (১৭ নভেম্বর) দুবাই সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই শ্রমবাজার পুনরায় খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ১৬তম দুবাই এয়ার শো-র সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে জনশক্তি রফতানির বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ বন্ধ থাকার কথা উল্লেখ করেন।

জবাবে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত করার ইঙ্গিত দেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে পুনরায় সফরের আগে আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এ বিষয়ে আর বলতে হবে না।

বৈঠকে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে চাল রফতানির বিষয়ে আলোচনা হয়।

বিভিন্ন ধরনের চাল উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাল উৎপাদনে উদ্বৃত্ত দেশ। আমরা বিভিন্ন দেশে চাল রফতানি করে থাকি।

এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, চাল দেখতে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *